দামোদর বা কার্তিক ব্রতের সংকল্প মন্ত্র । Damodar Sankalpa Mantra or Kartik Vrata Mantra.

দামোদর বা কার্তিক ব্রতের সংকল্প মন্ত্র । Damodar Sankalpa Mantra or Kartik Vrata Mantra.

অনেকে দামোদর ব্রত বা  কার্তিক ব্রত করে থাকেন কিন্তু এই ব্রত শুরু করার আগে আমাদের সংকল্প  করতে ‍আমরা কি সেই সংকল্প কহ সেটা জানি। সর্বপ্রথমে সেটা আমাদের জানা উচিৎ। তাই আজকের আলোচনার বিষয় দামোদর ব্রতের সংকল্প প্রণাম মন্ত্র ।

 

 

ব্রতের সংকল্প

হরিভক্তিবিলাস গ্রন্থে উল্লেখ রয়েছে–

 

           কার্তিকেহইয়ং করিষ্যামি প্রাতঃস্নানং জনার্দন ।

               প্রীত্যর্থং তব দেবেশ দামোদর ময়া সহ !

 

অনুবাদঃ হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রীরাধিকাসহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃস্নান করব।   হরিভক্তিবিলাস (১৬/১৭২)

 

প্রার্থনা মন্ত্র

 

        তব ধ্যানেন দেবেশ জলেহস্মিন স্নাতুমুদ্যতঃ।

          তপ্ৰসাদাচ্চ মে পাপং দামোদর বিনশ্যতু !

 

অনুবাদঃ হে দেবেশ, তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত, হে দামোদর, তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক।   হরিভক্তিবিলাস (১৬/১৭৩)

 

অর্ঘ মন্ত্র

 

        ব্রতিনঃ কার্তিকে মাসি স্নাতস্য বিধিবন্মম।

           দামোদর গৃহাণার্ঘ্যং দনুজেন্দ্রনিসূদন !

        নিত্যে নৈমিত্তিকে কৃৎস্নে কার্তিকে পাপশোষণে। 

           গৃহাণার্ঘ্যং ময়া দত্তং রাধয়া সহিতো হরে !

 

অনুবাদ: নিত্যনৈমিত্তিক সময় পাপশোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবৎ স্নানকারী, হে দামোদর, হে দনুজেন্দ্রনিসূদন, হে হরে, আমার প্রদত্ত অর্থ রাধিকাসহ গ্রহণ কর।    হরিভক্তিবিলাস (১৬/১৭৪-৭৫) 

 

অতএব আপনারা যারা এই দামোদর বা কার্তিক ব্রত পালন করবেন তারা অবশ্যই ব্রতের আগের দিন এই ব্রত রাখার যে সংকল্প তা অবশ্যই করবেন এবং ব্রতের সময় প্রার্থনা মন্ত্র এবং অর্ঘ্য নিবেদন মন্ত্র তা দেখে ভগবান দামোদর কে নিবেদন করবেন। হরে কৃষ্ণ ।