দামোদর ব্রতের পাঁচটি অঙ্গ কি? কার্তিক বা দামোদর ব্রতের এই পাঁচটি অঙ্গ পালন না করলে কোন ফলেই লাভ হবে না ।
কার্তিক মাস বা দামোদর মাস অতি পবিত্র মাস এবং এই মাসে প্রত্যেকের উচিত নিষ্ঠা সহকারে এবং ভক্তিভরে উদযাপন করা কারণ এই মাসটি হলো বোনাস এর মাস অন্যান্য মাসে কোন কর্ম করলে সেই একই কর্ম এই দামোদর মাসে করলে তা ১000 গুণ বেশি ফল লাভ করা যায় তাই এই মাসের মাহাত্ম্য অধিক গুরুত্বপূর্ণ । তাই এই মাসে অবশ্যই পাঁচটি ব্রতের অঙ্গ পালন করতে হবে।
হরিভক্তিবিলাস গ্রন্থে উল্লেখ রয়েছে-
হরিজাগরণং প্রাতঃস্নানং তুলসীসেবনম্।
উদ্যাপনং দীপদানং ব্ৰতান্যেতানি কার্তিকে !
অনুবাদঃ রাত্রিশেষে হরি জাগরণ,প্রাতঃস্নানং, তুলসীসেবন, দীপদান শেষে উদযাপন উৎসব, কার্তিকে এই সকল ব্রত। সম্পূর্ণ কার্তিক মাসে ব্রতকারী এই পাঁচটি ব্রতের অঙ্গ পালনের মাধ্যমে শ্রীবিষ্ণুর সারুপ্য লাভ করেন।
হরিভক্তিবিলাস (১৬/৯২)
দামোদর ব্রতের পাঁচটি অঙ্গ-
১ রাত্রিশেষে হরি জাগরণ,
২.প্রাতঃস্নানং,
৩.তুলসীসেবন,
৪.দীপদান
৫.উদযাপন উৎসব,
আরো বলা হয়েছে, এই পরম পবিত্র দামোদর ব্রত মথুরা মণ্ডলে উদ্যাপন করা বিধেয়। শাস্ত্রে উল্লেখ আছে, কার্তিক মাসে মথুরায় শ্রীগোবিন্দের প্রীতি সর্বাধিক বর্ধিত হয়, তাই কার্তিক মাসে মথুরাতেই ভক্তির চরম ফল প্রাপ্ত হওয়া যায়। কার্তিকে মথুরাতে যমুনায় স্নান করে শ্রীদামোদরের পূজা করলে তারা কৃষ্ণসারূপ্যপ্রাপ্ত বলে জানতে হবে, এবিষয়ে বিচার কর্তব্য নয়। আরো উল্লেখ আছে, শ্রীদামোদরদের কার্তিকে মথুরামণ্ডলে মন্ত্র-দ্রব্যবিহীন বিধিবিহীন পূজাও স্বীকার করেন।
কার্তিকমাসে মধুরাতে উপহাস হলেও হরিপূজার মাধ্যমে দুর্লভ পদ প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভক্তিযুক্ত হয়ে শ্রদ্ধার সাথে পূজা করলে যে কী ফল পাওয়া যায় তা আর বলার অপেক্ষা রাখে না। ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন, ঐকান্তিকভাবে আগ্রহী না হলেও কেউ যদি কার্তিক মাসে মথুরায় ভগবদ্ভক্তি অনুশীলন করেন, তাহলে তিনিও ভগবদ্ভক্তি লাভ করেন। ব্রতের সময় ভক্তদের কর্তব্য ভগবানের মন্দিরে বাস করা, এর মাধ্যমে মথুরায় ব্রত পালনের ফল লাভ করা যায়। গৃহে প্রতিষ্ঠিত বিগ্রহের সেবা-পূজা করা এবং সকলে মিলে হরিনাম সংকীর্তন করা।
তাই আপনারা এই দামোদর মাসে বেশি বেশি করে শাস্ত্র অধ্যায়ন হরিনাম জব করবেন যেহেতু অন্যান্য মাসের থেকে এই দামোদর মাসে কোন কর্ম করলে তা 1000 গুন বেশি ফল লাভ হয় তাই আপনারা বেশি বেশি করে ভগবত সেবায় নিয়োজিত থাকবেন। হরে কৃষ্ণ ।