একাদশী পারণ মন্ত্র এবং একাদশীর সংকল্প মন্ত্র কি। Ekadashi Parana Mantra and Ekadashi Sankalpa Mantra ki?

একাদশী পারণ মন্ত্র এবং একাদশীর সংকল্প মন্ত্র কি। Ekadashi Parana Mantra and Ekadashi Sankalpa Mantra ki?

আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা সকলেই একাদশী কি তা জানি। এবং আমরা অনেকেই একাদশী ব্রত পালন করি। আবার যারাএকাদশী ব্রত পালন করি তারা অনেকেই একাদশী পারণ মন্ত্র এবং একাদশী সংকল্প মন্ত্র জানি না তাই আজকে আমি একাদশী পারণ মন্ত্র এবং একাদশী সংকল্প মন্ত্র কি তা আলোচনা করব।

 

একাদশী পারণ মন্ত্র

               একাদশ্যাম নিরাহারঃ ব্রতে নানেব কেশব 

              প্রসিদ সমূখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভবঃ

অনুবাদঃ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা পূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন।

 

একাদশী সংকল্প মন্ত্র

               একাদশ্যাম নিরাহারঃ স্থীত্বা অহম্ অপরেহহনি

                ভোক্ষ্যামি পুন্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। 

অনুবাদঃ হে পুন্ডরীকাক্ষ, হে উচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মোদিয় শরণস্থান হোন।     

 

পরিশেষে আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পারণ করার আগে অবশ্যই একাদশী পারণ মন্ত্রটি উচ্চারণ-পূর্বক ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন ।