শ্রীনৃসিংহ অষ্টোত্তরশত নাম। শ্রীনৃসিংহ প্রণাম মন্ত্রঃ Srinrisimha 108 name

শ্রীনৃসিংহ অষ্টোত্তরশত নাম। শ্রীনৃসিংহ প্রণাম মন্ত্রঃ Srinrisimha 108 name

  শ্রীনৃসিংহ প্রণাম মন্ত্রঃ

 

                       জয়নৃসিংহশ্ৰীনৃসিংহ

                       জয় জয় জয় শ্রীনৃসিংহ 

                        উগ্রং বীরং মহাবিষ্ণুং 

                       জ্বলন্তং সর্বতোমুখম্ 

                       নৃসিংহং ভীষণং ভদ্রং 

                        মৃত্যোমৃত্যুং নমাম্যহম্ 

                        শ্ৰীনৃসিংহ জয়_নৃসিংহ

                        জয় _জয় _জয় নৃসিংহ

                      প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম

 

    অনুবাদঃ জয়  শ্রীনৃসিংহদেব, জয়  শ্রীনৃসিংহদেব,  শ্রীনৃসিংহদেবের জয় হোক ! জয় হোক! জয় হোক ! সর্বদিক প্রজ্জ্বলনকারী উগ্র বীর, মহা বিষ্ণু, যিনি মৃত্যুরও মৃত্যুস্বরূপ সেই ভীষণ ভদ্র শ্রীনৃসিংহদেবকে আমি নমস্কার জানাই। প্রহ্লাদের প্রভু পদ্মা অর্থাৎ লক্ষ্মীদেবীর মুখপদ্মের প্রতি ভ্রমর রূপ  শ্রীনৃসিংহদেবের জয় হোক,  শ্রীনৃসিংহদেবের জয় হোক, জয় হোক।

 

শ্রীনৃসিংহ অষ্টোত্তরশত নামঃ

আপনারা সকলেই ভগবান শ্রী নৃসিংহদেবের এই অষ্টোত্তরশত নাম সকালে অথবা সন্ধ্যায় পাঠ করতে পারেন তাহলে আপনাদের গৃহের এবং আপনি সকল ভয় থেকে মুক্তি লাভ করবেন। সর্ব দিক দিয়ে ভগবান শ্রীনৃসিংহদেব আপনাদের রক্ষা করবে ।

 

অষ্টোত্তরশত নামঃ

(১) ওঁ নরসিংহায় নমঃ

(২) ওঁ মহাসিংহায় নমঃ

(৩) ওঁ দিব্যসিংহায় নমঃ

(৪) ওঁ মহাবলায় নমঃ

(৫) ওঁ উগ্রসিংহ্যায় নমঃ

(৬) ওঁ মহাদেবায় নমঃ 

(৭) ওঁ স্তম্ভজায় নমঃ 

(৮) ওঁ উগ্রলোচনায় নমঃ

(৯) ওঁ রৌদ্রায় নমঃ

(১০) ওঁ সর্বাদ্ভুতায় নমঃ

(১১) ওঁ শ্রীমতে নমঃ

(১২) ওঁ যোগানন্দায় নমঃ

(১৩)ওঁ ত্রিবিক্রমায় নমঃ

(১৪) ওঁ হরয়ে নমঃ

(১৫) ওঁ কোলাহলায় নমঃ

(১৬) ওঁ চক্রিনে নমঃ

(১৭) ওঁ বিজয়ায় নমঃ

(১৮) ওঁ জয়বর্ধনায় নমঃ

(১৯) ওঁ মহানন্দায় নমঃ

(২০) ওঁ পঞ্চননায় নমঃ 

(২১) ওঁ পরব্রহ্মণে নমঃ

(২২) ওঁ অঘোরায় নমঃ

(২৩) ওঁ ঘোরবিক্রমায় নমঃ

(২৪) ওঁ জ্বলন্মুখায় নমঃ

(২৫) ওঁ মহোজ্বলায় নমঃ

(২৬) ওঁ জ্বলমালিনে নমঃ

(২৭) ওঁ মহাপ্রভবে নমঃ

(২৮) ওঁ নীতলাক্ষায় নমঃ

(২৯) ওঁ সহস্রাক্ষায় নমঃ

(৩০) ওঁ দুর্নিরীক্ষায় নমঃ

(৩১) ওঁ প্রতাপনায় নমঃ

(৩২) ওঁ মহাদংষ্ট্রায়ুধায় নমঃ

(৩৩) ওঁ প্রজ্ঞায় নমঃ

(৩৪) ওঁ চন্ডকোপিনে নমঃ

(৩৫) ওঁ সদাশিবায় নমঃ

(৩৬) ওঁ হিরণ্যকশিপুধ্বংসিনে নমঃ

(৩৭) ওঁ দৈত্যদানবভঞ্জনায় নমঃ

(৩৮) ওঁ গুণভদ্রায় নমঃ

(৩৯) ওঁ মহাভদ্রায় নমঃ

(৪০) ওঁ বলভদ্রায় নমঃ

(৪১) ওঁ করালায় নমঃ

(৪২) ওঁ বিকরালায় নমঃ

(৪৩) ওঁ বিকর্তে নমঃ

(৪৪) ওঁ সর্বকর্তৃকায় নমঃ

(৪৫)ওঁ শিশুমারায় নমঃ

(৪৬) ওঁ ত্রিলোকাত্মনে নমঃ

(৪৭) ওঁ ঈশায় নমঃ

(৪৮) ওঁ সর্বেশ্বরায় নমঃ

(৪৯) ওঁ বিভবে নমঃ

(৫০) ওঁ ভৈরবডম্ভরায় নমঃ

(৫১) ওঁ দিব্যায় নমঃ

(৫২) ওঁ অচ্যুতায় নমঃ

(৫৩) ওঁ মাধবায় নমঃ

(৫৪) ওঁ অধোক্ষজায় নমঃ

 

(৫৫) ওঁ অক্ষরায় নমঃ

(৫৬) ওঁ সর্বায় নমঃ

(৫৭) ওঁ বনমালিনে নমঃ

(৫৮) ওঁ বরপ্রদায় নমঃ

(৫৯) ওঁ বিশ্বম্ভরায় নমঃ

(৬০) ওঁ অদ্ভুতায় নমঃ

(৬১) ওঁ ভব্যায় নমঃ

(৬২) ওঁ শ্রীবিষ্ণবে নমঃ

(৬৩) ওঁ পুরুষোত্তমায় নমঃ

(৬৪)ওঁ অনঘাস্ত্রায় নমঃ

(৬৫) ওঁ নখাস্ত্রায় নমঃ

(৬৬) ওঁ সূর্যজ্যোতিষে নমঃ

(৬৭) ওঁ সুরেশ্বরায় নমঃ

(৬৮) ওঁ সহস্রবাহবে নমঃ

(৬৯) ওঁ সর্বজ্ঞায় নমঃ

(৭০) ওঁ সর্বসিদ্ধিপ্রদায়কায় নমঃ

(৭১) ওঁ বজ্রদংষ্ট্রায় নমঃ

(৭২) ওঁ বজ্রনখায় নমঃ

(৭৩) ওঁ পরন্তপায় নমঃ

(৭৪) ওঁ সর্বমন্ত্রৈকরূপায় নমঃ

(৭৫) ওঁ সর্বযন্ত্রাত্মকায় নমঃ

(৭৬) ওঁ সর্বযন্ত্রবিদারকায় নমঃ

(৭৭) ওঁ অব্যক্তায় নমঃ

(৭৮) ওঁ সুব্যক্তায় নমঃ

(৭৯) ওঁ ভক্তবৎসলায় নমঃ

(৮০) ওঁ বৈশাখশুক্লোদ্ভুত্যায় নমঃ

(৮১) ওঁ শরণাগত বৎসলায় নমঃ

(৮২) ওঁ উদারকীর্তয়ে নমঃ

(৮৩) ওঁ পূণ্যাত্মনে নমঃ

(৮৪) ওঁ মহাত্মনে নমঃ

(৮৫) ওঁ চন্ডবিক্রমায় নমঃ

(৮৬) ওঁ বেদত্রয় প্রপূজ্যায় নমঃ

(৮৭) ওঁ ভগবতে নমঃ

(৮৮) ওঁ পরমেশ্বরায় নমঃ

(৮৯) ওঁ শ্রীবৎসাঙ্কায় নমঃ

(৯০) ওঁ শ্রীনিবাসায় নমঃ

(৯১) ওঁ জগদব্যাপিনে নমঃ

(৯২) ওঁ জগন্ময়ায় নমঃ

(৯৩) ওঁ জগতপালায় নমঃ

(৯৪) ওঁ জগন্নাথায় নমঃ

(৯৫) ওঁ মহাকায়ায় নমঃ

(৯৬) ওঁ দ্বিরূপভৃতে নমঃ

(৯৭) ওঁ পরমাত্মনে নমঃ

(৯৮) ওঁ পরংজ্যোতিষে নমঃ

(৯৯) ওঁ নির্গুনায় নমঃ

(১০০) ওঁ নৃকেশরীণে নমঃ

(১০১) ওঁ পরমাত্মায় নমঃ

(১০২) ওঁ পরতত্ত্বায় নমঃ

(১০৩) ওঁ পরমধাম্নে নমঃ

(১০৪) ওঁ সচ্চিদানন্দ বিগ্রহায় নমঃ

(১০৫) ওঁ সর্বাত্মনে নমঃ

(১০৬) ওঁ ধীরায় নমঃ

(১০৭) ওঁ প্রহ্লাদপালকায় নমঃ

(১০৮) ওঁ লক্ষ্মীনৃসিংহায় নমঃ

 

  

জয়  নৃসিংহ দেব> জয় প্রহ্লাদ মহারাজ <জয় শ্রীল প্রভুপাদ।