শ্রীনৃসিংহ প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র। নৃসিংহ স্তব মন্ত্র Srinrisingh Pranam Mantra
শ্রীনৃসিংহ প্রণাম মন্ত্রঃ
জয়নৃসিংহ শ্রীনৃসিংহ
জয় জয় জয় শ্রীনৃসিংহ।
উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম্।
নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যো নমাম্যহম্।।
জয় নৃসিংহ, শ্রীনৃসিংহ জয় জয় জয় শ্রীনৃসিংহ
প্রহ্লাদেশ জয় পদ্মা মুখপদ্ম ভৃঙ্গং।।
অনুবাদঃ জয় শ্রীনৃসিংহদেব, জয় শ্রীনৃসিংহদেব, শ্রীনৃসিংহদেবের জয় হোক ! জয় হোক! জয় হোক ! সর্বদিক প্রজ্জ্বলনকারী উগ্র বীর, মহা বিষ্ণু, যিনি মৃত্যুরও মৃত্যুস্বরূপ সেই ভীষণ ভদ্র শ্রীনৃসিংহদেবকে আমি নমস্কার জানাই। প্রহ্লাদের প্রভু পদ্মা অর্থাৎ লক্ষ্মীদেবীর মুখপদ্মের প্রতি ভ্রমর রূপ শ্রীনৃসিংহদেবের জয় হোক, শ্রীনৃসিংহদেবের জয় হোক, জয় হোক।
নমস্তে নরসিংহায় প্রহ্লাদাহ্লাদ–দায়িনে।
হিরণ্যকশিপোর্বক্ষঃ শিলাটঙ্ক–নখালয়ে ॥
ইতো নৃসিংহঃ পরতো নৃসিংহো
যতো যতো যামি ততো নৃসিংহঃ।
বহির্নৃসিংহো হৃদয়ে নৃসিংহো
নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে ॥
তব করকমলবরে নখমদ্ভুতশৃঙ্গং
দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্।
কেশব ধৃত–নরহরিরূপ জয় জগদীশ হরে ॥
অনুবাদ– হে নৃসিংহদেব, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন এবং পাথর কাটার ধারালো টঙ্কের মতো আপনার নখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন।
শ্রীনৃসিংহদেব, আপনি এখানে রয়েছেন এবং সেখানেও রয়েছেন, যেখানেই আমি যাই, সেখানেই আমি আপনাকে দর্শন করি। আপনি আমার হৃদয়ে এবং বাইরেও রয়েছেন। তাই আমি আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, শ্রীনৃসিংহদেবের শরণ গ্রহণ করি।
হে নৃসিংহদেব, আপনার পদ্মের ন্যায় হস্তে নখের অগ্রভাগগুলো অদ্ভুত এবং সেই হস্তে হিরণ্যকশিপুর দেহ ভ্রমরের মতো বিদীর্ণ করেছেন।
হে কেশব, আপনি নৃসিংহদেব রূপ ধারণ করেছেন, হে জগদীশ আপনার জয় হোক।
নৃসিংহ পুষ্পাঞ্জলি মন্ত্র
ওঁ নম্ ভগবতে বাসুদেবায় শ্রীমহানৃসিংহায় দ্রংষ্ট্রাকরালায় বদনায় ঘোরূপায় বজ্ৰনখায় জ্বালামালিনে মম বিঘ্নায় পচ্ পচ্ মম ভয়ান্ ভিন্দি ভিন্দি মম শত্রুন্ বিদ্রবয় বিদ্রবয় মম সর্বরিষ্টান্ প্রভঞ্জয় প্রভঞ্জয় ছট ছট হন হন ছিন্দি ছিন্দি মম সর্বভিষ্টান পূরয় মাম্ রক্ষ রক্ষ হুম্ ফট্ স্বাহা।
নৃসিংহ স্তব মন্ত্র
জয়নৃসিংহশ্ৰীনৃসিংহ
জয় জয় জয় শ্রীনৃসিংহ
উগ্রং বীরং মহাবিষ্ণুং
জ্বলন্তং সর্বতোমুখম্
নৃসিংহং ভীষণং ভদ্রং
মৃত্যোমৃত্যুং নমাম্যহম্
শ্ৰীনৃসিংহ জয়_নৃসিংহ
জয় _জয় _জয় নৃসিংহ
প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম
তবকর কমল বরেনখমদ্ভুতশৃঙ্গং
দলিতহিরণ্যকশিপু তনু ভূঙ্গম্
কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ-হরে