তুলসী পাতা চিবিয়ে খাব, নাকি গিলে খাব। তুলসী পাতা খাওয়ার নিয়ম ।

তুলসী পাতা চিবিয়ে খাব, নাকি গিলে খাব। তুলসী পাতা খাওয়ার নিয়ম ।

   তুলসী মঙ্গলময়ী, প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রোপন, জলসেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার নয়টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়। 

 

এখন প্রশ্ন হল তুলসী  মহারানী ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় এবং তুলসীর পত্র ব্যতীত  ভগবান শ্রীকৃষ্ণ কোন কিছুই গ্রহণ করেন না। এবং প্রত্যেক সোনাতনীরা তুলসী মহারানী কে পূজা করে থাকেন তাহলে তুলসী মহারানীর পত্র ভগবানকে নিবেদন করার পর সেই তুলসীপত্র আমরা  চিবিয়ে খাব নাকি গিলে খাব। এক কথায় বলতে গেলে উত্তর হবে  না। এটি শাস্ত্র সম্মত কথা নয়। তুলসী পাতা কখনো গিলে খাবেন না। শ্রীচৈতন্যচরিতামৃতে(অন্ত্যলীলা, ৩/১৪০) প্রসাদী তুলসী পত্র চর্বণের কথা বলা হয়েছে— 

                                     তুলসী সেবন করে, চর্বণ, উপবাস। 

                                      ইন্দ্ৰিয় দমন হৈল, প্রেমের প্রকাশ॥ 

 

     শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভোগ বুদ্ধিতে তুলসী গ্রহণ করলেই তুলসীকে আঘাত করা হয়। সেবোন্মুখতার সঙ্গে তুলসী পত্র চর্বণ করলে তুলসীদেবীর কৃপায় কৃষ্ণপ্রেম লাভ হয়।তুলসী পত্র অবশ্যই ভগবান কে নিবেদন করে তবেই তা খাওয়া যায়। অন্যথায় অপরাধ হয়। ঔষধ রূপে খেলেও আগে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে হবে।