তুলসী প্রদক্ষিণ মন্ত্র : Tuloshi Pradakshina Mantra
শ্রীমতি তুলসী মহারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়। শ্রীমতি বৃন্দা দেবীকে বলা হয় ভক্তির দেবী। কারণ তিনি কৃষ্ণভক্তি দান করতে পারেন তাই সনাতন ধর্মাবলম্বীরা সকাল-সন্ধ্যা তুলসী আরতি কীর্তন করে থাকেন।
শ্রীমতি তুলসী মহারানী যেমন কৃষ্ণভক্তি দান করতে পারেন তেমনি আমাদের প্রতিদিনের জেনে অথবা না জেনে অনেক ব্রহ্ম হত্যা পাপ হয়ে থাকে। সেই সকল পাপ খন্ডন করা যায়। এই তুলসী মহারানীর মন্ত্র উচ্চারণ করে প্রদক্ষিণ করার মাধ্যমে।
শ্রীমতি তুলসী মহারানী কে একটি টবে রোপণ করবেন এবং সেই টবটি একটু উচু স্থানে রেখে এই প্রণাম মন্ত্র উচ্চারণ পূর্বক হাতের ডান পাশে রেখে প্রদক্ষিণ করতে হবে (৪) চারবার। এবং শেষে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন।
তুলসী প্রদক্ষিণ মন্ত্রঃ
যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ ।
তানি তানি প্রণশ্যস্তি প্রদক্ষিণ পদে পদে ॥
যখন মানুষ শ্রীমতী তুলসীদেবীকে প্রদক্ষিণ করতে থাকে, তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম, এমন কি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় ।
তাই আমাদের সকলের উচিৎ ‘ ভক্তির জননী শ্রীমতী তুলসীমহারানীকে ভক্তিভরে প্রদক্ষিণ করা।