তুলসী প্রণাম মন্ত্র। যিনি বিষ্ণুভক্তি দান করতে পারেন। Tulosi Pranam Mantra

তুলসী প্রণাম মন্ত্র। যিনি বিষ্ণুভক্তি দান করতে পারেন। Tulosi Pranam Mantra

 হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয় হলো  তুলসী প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্র সকল সনাতন সনাতনী প্রভু এবং মাতাজীদের অবশ্যই জানতে হবে কারণ তুলসী দেবীকে আমরা সকাল সন্ধ্যা আরতি করে থাকি যা ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়।  

 

     তুলসী মঙ্গলময়ী, প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রোপন, জলসেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার নয়টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত  বিষ্ণুলোকে  বাস করা যায়। 

  

তুলসী প্রণাম মন্ত্রঃ- 

                         (ওঁ) বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ 

                             বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। 

 

     অনুবাদঃ  হে কেশবপ্রিয় বৃন্দা তুলসী দেবী। যিনি কৃষ্ণভক্তি প্রদান করেন। সেই কেশবপ্রিয় সত্যবতী দেবীকে আমি বারবার প্রণাম করি ।